kalerkantho

মঙ্গলবার । ১৭ জানুয়ারি ২০১৭ । ৪ মাঘ ১৪২৩। ১৮ রবিউস সানি ১৪৩৮।


ইউপি নির্বাচন

লক্ষ্মীপুরে ৬টি ইউনিয়নে আ. লীগের চেয়ারম্যান প্রার্থী জয়ী

লক্ষ্মীপুর প্রতিনিধি   

২২ মার্চ, ২০১৬ ২২:০৭লক্ষ্মীপুরে ৬টি ইউনিয়নে আ. লীগের চেয়ারম্যান প্রার্থী জয়ী

লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয় লাভ করেছেন। আওয়ামী লীগ সমর্থিত ওই প্রার্থীরা বেসরকারীভাবে নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. সোহেল সামাদ।

নির্বাচিতরা হলেন- কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে ফয়সাল আহম্মেদ রতন (১০,৪৮৬ ভোট), হাজিরহাট ইউনিয়নে নিজাম উদ্দিন (১১,২২০), চরফলকন ইউনিয়নে হাজী হারুনুর রশিদ (৭,০৫৪),পাটারিরহাট ইউনিয়নে একে এম নুরুল আমিন রাজু (৫,৫৭৮), রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নে সাখাওয়াত হোসেন জসিম (৭,৬৩৯), চর পোড়াগাছা ইউনিয়নে নুরুল আমিন (৮,৮১৭)।

উল্লেখ্য, রামগতি ও কমলনগর উপজেলার ৬টি ইউনিয়নে ইউপি নির্বাচনে ৩১ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বী ছিল। এ ছাড়াও সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী ৬৩ জন ও সাধারণ ১৯১ জন মেম্বার প্রার্থী ছিলেন। ভোটার সংখ্যা ৯২৯৬৭ জন, এর মধ্যে পুরুষ ৪৬৬১৪ জন ও  মহিলা ভোটার ৪৬৩৫৩ জন।

 

 


মন্তব্য