kalerkantho


বেনাপোলে ১ কোটি টাকা মূল্যের ভারতীয় কসমেটিক জব্দ

বেনাপোল (যশোর) প্রতিনিধি   

২২ মার্চ, ২০১৬ ১৮:৩৬বেনাপোলে ১ কোটি টাকা মূল্যের ভারতীয় কসমেটিক জব্দ

বেনাপোলের গাতিপাড়া সীমান্ত থেকে ১ কোটি ৮৭ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিক জব্দ করেছে বিজিবি। তবে এ সময় কোনও চোরাচালানিকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা। আজ মঙ্গলবার সকালে পোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে গাতিপাড়া প্রাইমারী স্কুলের পেছন থেকে এসব মালামাল আটক করা হয়।

এ ব্যাপারে যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল সদর ক্যাম্পের অধিনায়ক সুবেদার গিয়াস উদ্দিন জানান, 'কসমেটিক্সের একটি চালান সীমান্ত পার করে যশোর নিয়ে যাওয়া হচ্ছে'- এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে কার্টুন ভর্তি ১ কোটি ৮৭ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিক জব্দ করা হয়। আটক মালামাল বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হবে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।

 


মন্তব্য