kalerkantho


দেবিদ্বারে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা    

২২ মার্চ, ২০১৬ ১২:০২দেবিদ্বারে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়নের ৪৪ নম্বর বড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ইসমাইল ও সোহেল নামের দুজন গুলিবিদ্ধ  হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ভোটগ্রহণ চলাকালে এ সংঘর্ষ হয়।

গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে, সংঘর্ষের পর ওই কেন্দ্রে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। কেন্দ্রে কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ থাকার পর পুনরায় ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে সংঘর্ষের পর ভোটারদের উপস্থিতি কমে গেছে। এ ব্যাপারে ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম খান জানান, দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়েছে। কেন্দ্রে কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ থাকার পর পুনরায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বর্তমানে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

 


মন্তব্য