kalerkantho


নোয়াখালীতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী    

২২ মার্চ, ২০১৬ ১০:৩১নোয়াখালীতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত একজনের মৃত্যু

অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে নোয়াখালীতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত দুজনের মধ্যে মো. ওয়াসিম (২৪) মারা গেছেন। তিনি নোয়াখালী জেলা ছাত্রলীগের সদস্য। আজ মঙ্গলবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

এর আগে গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে নোয়াখালী পুরাতন কলেজসংলগ্ন অনন্তপুর গ্রামে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে নিজ দলের কর্মীদের হাতে গুলিতে নিহত হন নোয়াখালী কলেজ ছাত্রলীগের কর্মী রাজিব (২২)। ওই ঘটনায় গুলিবিদ্ধ হন জেলা ছাত্রলীগের সদস্য ওয়াসিম (২৪) ও ছাত্রলীগকর্মী ইয়াছিন (২০)।

আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আজ সোমবার ভোর ৪টার দিকে মারা যান ওয়াসিম। অপর আহত ছাত্রলীগকর্মী ইয়াছিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমন ভট্ট এসব তথ্য নিশ্চিত করেছেন।    

 


মন্তব্য