বগুড়া সদরে দ্রুতগামী বাসের নিচে চাপা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন : বগুড়া সদর উপজেলার ঠেঙ্গামারা উত্তরপাড়ার জাহাঙ্গীর হোসেনের স্ত্রী রানু খাতুন (২৫) ও মেয়ে জাকিয়া সুলতানা (৩)। আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের ঠেঙ্গামারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঠেঙ্গামারায় আব্দুর রহমান পীর সাহেবের বাড়ির সামনে মা ও মেয়ে মহাসড়ক পার হওয়ার সময় রংপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মা-মেয়ে নিহত হয়। দুর্ঘটনার পর পার্শ্ববর্তী একটি সিএনজি স্টেশনে বাস থামিয়ে গাড়ির চালক, হেল্পার ও কনডাক্টর পালিয়ে যায়।
এ দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বগুড়া সদর থানার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সফিকুল ইসলাম জানান, রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত হয়েছেন।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের