kalerkantho


বগুড়ায় বাসচাপায় মা-মেয়ে নিহত

কালের কণ্ঠ অনলাইন   

২১ মার্চ, ২০১৬ ১৭:৪৪বগুড়ায় বাসচাপায় মা-মেয়ে নিহত

বগুড়া সদরে দ্রুতগামী বাসের নিচে চাপা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন : বগুড়া সদর উপজেলার ঠেঙ্গামারা উত্তরপাড়ার জাহাঙ্গীর হোসেনের স্ত্রী রানু খাতুন (২৫) ও মেয়ে জাকিয়া সুলতানা (৩)। আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের ঠেঙ্গামারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঠেঙ্গামারায় আব্দুর রহমান পীর সাহেবের বাড়ির সামনে মা ও মেয়ে মহাসড়ক পার হওয়ার সময় রংপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মা-মেয়ে নিহত হয়। দুর্ঘটনার পর পার্শ্ববর্তী একটি সিএনজি স্টেশনে বাস থামিয়ে গাড়ির চালক, হেল্পার ও কনডাক্টর পালিয়ে যায়।

এ দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বগুড়া সদর থানার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সফিকুল ইসলাম জানান, রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত হয়েছেন।


মন্তব্য