kalerkantho


মঙ্গলবার শাহজালাল বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে

কালের কণ্ঠ অনলাইন   

২১ মার্চ, ২০১৬ ১৬:৪৭মঙ্গলবার শাহজালাল বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে

আগামীকাল মঙ্গলবার সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের একাংশ সিলেটের টুকেরবাজার ইউনিয়নের অন্তর্ভুক্ত। আর কাল এই ইউনিয়ন পরিষদের নির্বাচন হওয়ায় ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা ও অফিস বন্ধ থাকবে।

আজ সোমবার দুপুর দেড়টার দিকে মুঠোফোনে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন এ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।


মন্তব্য