kalerkantho


বিচ্ছেদের পথে সাগর-শম্পার সংসার

কালের কণ্ঠ অনলাইন   

২০ মার্চ, ২০১৬ ১৭:০৮বিচ্ছেদের পথে সাগর-শম্পার সংসার

গত বছরের ১৫ আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। আর বছরের আগস্টের আগেই ভেঙে যাচ্ছে সংসার। সম্প্রতি সুপার হিরো সুপার হিরোইন-খ্যাত দম্পতি সাগর ও শম্পা আলোচনায় এলেন বিয়ে ভাঙার খবর নিয়ে।

বিয়ে ভাঙার প্রসঙ্গ উঠতেই শম্পা বলেন, কার সাথে পাঁচ বছর প্রেম করলাম সেটাই বুঝলাম না। এতোটা ভালোবেসে যাকে বিয়ে করলাম সেই কিনা এখন অবহেলা করছে। মনে হচ্ছে আমাকে পাওয়ার পর সাগরের চাওয়া শেষ হয়ে গেছে।

বিয়ের সাত মাসের মধ্যেই তাদের সংসারে লেগেছে ভাঙনের ঢেউ। এরই মধ্যে বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান সাগরও।

২০০৭ সালে একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের রিয়্যালিটি শো'র মাধ্যমে রূপালী জগতে আলোচনায় আসেন সাগর ও শম্পা। এরপর বেশ কয়েকটি চলচ্চিত্র, নাটক ও মিউজিক ভিডিওতে অংশ নেন তারা। এরপর বাধা পড়েন প্রেম-প্রণয়ে। এ ধারাবাহিকতায় গত বছর আগস্টে বিয়ের পিঁড়িতে বসেন সাগর ও শম্পা।

শম্পা বলেন, গত ডিসেম্বরে সাগরকে আইনী নোটিশ পাঠিয়েছি। আগামী ১৫ এপ্রিলের মধ্যে তার কাছ থেকে সাড়া না পেলে নোটিশটি বিচ্ছেদের পথে এগিয়ে যাবে।


মন্তব্য