kalerkantho


নেত্রকোনায় ঝড়ে নিহত ১

কালের কণ্ঠ অনলাইন   

২০ মার্চ, ২০১৬ ১২:২৭নেত্রকোনায় ঝড়ে নিহত ১

নেত্রকোনার পূর্বধলা উপজেলার হুগলা ইউনিয়নের উপর দিয়ে শনিবার গভীর রাতে ঝড় বয়ে গেছে। এ সময় ঘরের নিচে চাপা পড়ে উপজেলার শিবপুর গ্রমের নবী হোসেনের ছেলে আবদুর রশিদ (৫২) নামে এক ব্যক্তি মারা গেছেন।

স্থানীয়রা জানায়, শনিবার রাত ২টার দিকে জেলার হুগলা ইউনিয়নের শিবপুর, বিকুনীয়, মেঘমিমূল, শেওলা, পূর্ব বিকুনীয়া, পাগলাকান্দাসহ বেশ কয়েকটি গ্রামের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ের সময় শিবপুর গ্রামের আবদুর রশিদ ঘরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

তারা আরো জানায়, ঝড়ে অসংখ্য ঘর বিধস্ত হয়েছে। উপড়ে গেছে গাছ। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে গেছে ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। নেত্রকোনা জেলা প্রশাসক (ডিসি) ড. মো. মুশফিকুর রহমান জানান, ক্ষয়ক্ষতির বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

 


মন্তব্য