kalerkantho


কেরানীগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টা, ধর্ষক আটক

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি   

১৯ মার্চ, ২০১৬ ১৭:৫৪কেরানীগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টা, ধর্ষক আটক

কেরানীগঞ্জে মো. সজিব (১৫) নামে এ কিশোরের বিরুদ্ধে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর ইউনিয়নের নামাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় শিশুটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে আজ শনিবার সকালে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় আজ শনিবার সকালে ধর্ষণের অভিযোগে বখাটে সজিবকে আটক করেছে পুলিশ।

এ ঘটনার সত্যতা স্বীকার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়েই রাতেই আমি ভিকটিমকে দেখতে মিটফোর্ড হাসপাতালে যাই। সেখানে তার অবস্থার অবনতি হলে শনিবার সকালে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সজিব নামে ওই কিশোরকে আটক করা হয়েছে। শিশুটির বাবা বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।


মন্তব্য