kalerkantho

শনিবার । ২১ জানুয়ারি ২০১৭ । ৮ মাঘ ১৪২৩। ২২ রবিউস সানি ১৪৩৮।


নতুন পে-স্কেল বাস্তাবয়নসহ ২১ দফা দাবি

সিরাজগঞ্জে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি    

১৯ মার্চ, ২০১৬ ১৬:১৬সিরাজগঞ্জে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের মানববন্ধন

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী বেসরকারি কলেজ শিক্ষক ও কর্মচারীদের নতুন পে-স্কেলে বেতন বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জ জেলা জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের উদ্যোগে শিক্ষক সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার সকালে স্থানীয় স্বাধীনতা স্কয়ারে অধ্যক্ষ আব্দুল মান্নানের সভাপতিত্বে এ শিক্ষক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচি চলাকালে বক্তব্য দেন, শিক্ষক-কর্মচারী ফ্রন্টের সদস্য সচিব অধ্যাপক রহমতুল্লাহ আইয়ুব, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইকবাল হোসেন, অধ্যাপক জাকির হোসেন, অধ্যক্ষ ফজলুল হক সরকার, অধ্যক্ষ শাহেদ আলী শেখ প্রমুখ। বক্তারা বলেন, সরকার দীর্ঘদিন ধরে নতুন পে-স্কেল ঘোষণা করলেও তার কোনো বাস্তবায়ন নেই। খুব শিগগির এর বাস্তাবায়ন না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। তাই শিক্ষকদের রাস্তায় আন্দোলনে না নামিয়ে নতুন স্কেলে বেতন প্রদানের ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।

 


মন্তব্য