নগরীর বায়জিদ থানার চন্দ্রনগর এলাকা থেকে এক ধর্ষণকারী ও তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো : ধর্ষণকারী মো. হাসান ওরফে জয় (২৫) ও তার তিন সহযোগী ওমর ফারুক (২২), জোবায়ের হোসেন (২৩) ও মোহাম্মদ শরিফ উদ্দিন (২৩)। বায়জিদ থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, ধর্ষণের শিকার ওই নারী শুক্রবার রাত ১১টায় থানায় অভিযোগ করলে রাতভর অভিযান চালিয়ে ধর্ষণকারী হাসান ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বপরিচয়ের জের ধরে দুই নম্বর গেইট এলাকার একটি পোশাক কারখানার এক নারী শ্রমিককে উত্ত্যক্ত করে আসছে হাসান। শুক্রবার সন্ধ্যায় চৌধুরী নগরের খালার বাসা থেকে ফেরার পথে চন্দ্রনগর এলাকায় নির্জন পাহাড়ি এলাকায় নিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের