kalerkantho


লক্ষ্মীপুরের রামগতি-বিবিরহাট সড়ক সংস্কার কাজ উদ্বোধন

লক্ষ্মীপুর প্রতিনিধি    

১৯ মার্চ, ২০১৬ ১৩:১২লক্ষ্মীপুরের রামগতি-বিবিরহাট সড়ক সংস্কার কাজ উদ্বোধন

অবশেষে লক্ষ্মীপুরের রামগতি-বিবিরহাট সড়কের আট কিলোমিটার সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। লক্ষ্মীপুর ৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন আজ শনিবার খানা-খন্দে ভরা বেহাল সড়কটির সংস্কার কাজ উদ্বোধন করেন। দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দারা সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসছিল।

এ উপলক্ষে রামগতির বড়খেঁড়ি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, বড়খেঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাওহিদুল ইসলাম সুমন, ঠিকাদার আজিজুল করিম বাচ্চু প্রমুখ। প্রসঙ্গত, সড়ক ও জনপদ বিভাগের অধীনে রামগতি-বিবিরহাট সড়কের আট কিলোমিটার অংশে সংস্কার কাজের জন্য দুই কোটি ৮৪ লাখ টাকা বরাদ্দ দেয় সরকার।

 


মন্তব্য