kalerkantho


নবাবগঞ্জে ইটভাটার দেয়াল ভেঙে শ্রমিক নিহত

কালের কণ্ঠ অনলাইন   

১৮ মার্চ, ২০১৬ ২৩:৪৭নবাবগঞ্জে ইটভাটার দেয়াল ভেঙে শ্রমিক নিহত

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে একটি ইটভাটার সীমানা দেয়াল ভেঙে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিক সাকিব (৩০) উপজেলার জয়পুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা। আর আহতরা হলেন- জাহিনুর (৩০) ও মিন্টু চক্রবর্তী (২৮)।

স্থানীয়রা জানান, আজ সকালে উপজেলার আফতাবগঞ্জ ফুলবাড়ী পাকা রাস্তার কাছে আরটিবি ব্রিকস ফিল্ডে বেশ কিছু শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ করে ইট ভাটার উত্তর দিকের দেয়াল ভেঙে পড়লে তিন শ্রমিক চাপা পড়েন। এ সময় লোকজন তাদেরকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাকিব নামে এক শ্রমিক মারা যান।

এ ব্যাপারে নবাবগঞ্জ থানার এসআই মিজানুর রহমান জানান, ইটভাটার চারদিকে যে দেয়াল ছিল তা দুর্বল হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

এদিকে, আরটিবি ব্রিকস-এর স্বত্বাধিকারী মেসার্স মিন্টু হার্ডওয়ারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ব্যস্ত আছি। এ ব্যাপারে আমি কোনও কথা বলতে পারব না।

 


মন্তব্য