আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ৫ নম্বর অলোয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ছয়জন প্রার্থী জনতার মুখোমুখি হয়ে নিজেদের কর্ম পরিকল্পনা তুলে ধরেন। এ সময় ভোটারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তাঁরা।
শুক্রবার বিকেল ৫টায় স্থানীয় নিকলা বাজারে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত জনতার মুখোমুখি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অলোয়া ইউনিয়ন সুজনের সভাপতি আব্দুর রাজ্জাক। এতে অতিথি ছিলেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. নূরুল ইসলাম, বিএনপি মনোনীত প্রার্থী মো. আরিফুল ইসলাম, জাতীয় পার্টি মনোনীত মো. লিয়াকত আলী, স্বতন্ত্র প্রার্থী মো. রহিজ উদ্দিন আকন্দ, মো. মর্ত্তুজ আলী এবং লিটন মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন সুজনের ভূঞাপুর উপজেলা সভাপতি অধ্যাপক মির্জা মহী উদ্দিন আহম্মেদ, উপজেলা সহসভাপতি সাংবাদিক শাহ আলম প্রামানিক ও অধ্যাপক আখতার হোসেন খান, সাধারণ সম্পাদক সন্তোষ দত্ত প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সুজনের জেলা সমন্বয়কারী সৈয়দ মো. নাসির উদ্দিন। এ ছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী এবং সংরক্ষিত নারী সদস্য প্রার্থীসহ সহস্রাধিক ভোটার।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের