kalerkantho


সাঈদীর মুক্তি কামনা করে উসকানিমূলক বক্তব্য, গ্রেপ্তার ৩

সাতক্ষীরা প্রতিনিধি    

১৮ মার্চ, ২০১৬ ১৯:০৪সাঈদীর মুক্তি কামনা করে উসকানিমূলক বক্তব্য, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় তাফসিরুল কোরান মাহফিলের সমাপনী মোনাজাতে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি কামনা করে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল  বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা পৌরসভার রসুলপুর এলাকার মাহফিল থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন যশোর জেলার শার্শা উপজেলার ভবেরবেড় এলাকার নুর মোহাম্মদের ছেলে শিবিরকর্মী মাওলানা ইনামুল হাসান (২৫), পুরাতন সাতক্ষীরার নুর আলীর ছেলে জামায়াতকর্মী কামরুল ইসলাম (৫২) এবং সাতক্ষীরা সদর উপজেলার বেলায়েত আলী মণ্ডলের ছেলে শহীদুর রহমান (৫০)।

সাতক্ষীরা সদর থানার ওসি এনামুল হক জানান, সদর সাতক্ষীরা পৌর এলাকার রসুলপুর গ্রামে তিন দিনব্যাপী তাফসিরুল কোরান মাহফিল চলছিল। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে মাহফিলের সমাপনী মোনাজাতে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি কামনা ও তার আগে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির চেষ্টা করার অভিযোগে মামলা হয়েছে।

 


মন্তব্য