kalerkantho


চাঁদপুরে খাদ্যে বিষক্রিয়ায় ১১ শ্রমিক অসুস্থ

কালের কণ্ঠ অনলাইন   

১৮ মার্চ, ২০১৬ ১৬:০৯চাঁদপুরে খাদ্যে বিষক্রিয়ায় ১১ শ্রমিক অসুস্থ

ফাইল ফটো

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ১১ নির্মাণ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার সুজাতপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এই ১১ শ্রমিক সুজাতপুর বাজার এলাকায় জনৈক সালামত মিজির নির্মাণাধীন সাততলা ভবনে নির্মাণ শ্রমিকের কাজ করেন। তাঁদের বাড়ি বিভিন্ন জেলায়। অসুস্থ হয়ে পড়া ৯ জনকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর দুজন শ্রমিক স্থানীয় একটি ওষুধের দোকানে প্রাথমিক চিকিৎসা নেন।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম মাহাবুবুর রহমান বলেন, খাদ্যে বিষক্রিয়ায় ওই শ্রমিকরা অসুস্থ হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাঁদের স্যালাইন ও অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়া হয়েছে। তাঁদের সুস্থ হতে সময় লাগবে।
 


মন্তব্য