kalerkantho

মঙ্গলবার । ১৭ জানুয়ারি ২০১৭ । ৪ মাঘ ১৪২৩। ১৮ রবিউস সানি ১৪৩৮।


গোপালগঞ্জে নিখোঁজের একদিন পর গ্রাম পুলিশের মৃতদেহ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি:   

১৮ মার্চ, ২০১৬ ১৩:৫৯গোপালগঞ্জে নিখোঁজের একদিন পর গ্রাম পুলিশের মৃতদেহ উদ্ধার

গোপালগঞ্জে নিখোঁজের একদিন পর একটি বিল থেকে কালাম শেখ (৬০) নামে এ গ্রাম পুলিশের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার তাড়গ্রাম বিল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত কালাম শেখের বাড়ী সদর উপজেলার বলাকইড় গ্রামে। সে ওই গ্রামের গ্রাম পুলিশ ছিলেন।

বৌলতলী পুলিশ ফাঁড়ির এসআই ফরিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোরে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হন কালাম শেখ। এরপর থেকে তিনি আর ফিরে না আসায় অনেক খোঁজ করেও সন্ধান পায়নি পরিবারের সদস্যরা।

শুক্রবার দুপুরে তাড়গ্রাম বিলে কালাম শেখের মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।


মন্তব্য