kalerkantho


গোপালগঞ্জে সত্যেন সেন জাতীয় গণসংগীত প্রতিযোগিতা শনিবার

গোপালগঞ্জ প্রতিনিধি   

১৮ মার্চ, ২০১৬ ১৩:৫৫গোপালগঞ্জে সত্যেন সেন জাতীয় গণসংগীত প্রতিযোগিতা শনিবার

সত্যেন সেন জাতীয় গণসংগীত প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামীকাল শনিবার সকালে। গোপালগঞ্জ জেলা উদীচী এ অনুষ্ঠানের আয়োজন করেছে। সকাল ১০টায় শেখ ফজলুল হক মনি অডিটরিয়ামে উদীচী ঢাকা দক্ষিণ বিভাগ-এর ফরিদপুর, রাজবাড়ি, শরিয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা এ গণসংগীত প্রতিযোগিতায় অংশ নেবে। বিকেলে এসব জেলার শিল্পীরা বিভাগীয় সাংস্কৃতিক উৎসবে অংশ নেবে।

জেলা উদীচী সভাপতি ও উদীচী ঢাকা দক্ষিণ বিভাগীয় কমটির সদস্যসচিব নাজমুল ইসলাম গোপালগঞ্জ জেলা উদীচী কবি জসিম উদ্দিনের কালজয়ী উপস্যাস নকশী কাঁথার মাঠ গীতি-নাট্য-নৃত্যানুষ্ঠানের আয়োজন করেছে। এ ছাড়া অন্যান্য জেলার শিল্পীরাও তাদের স্ব স্ব সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করবে।


মন্তব্য