kalerkantho


বরিশালে ২০০ মণ জাটকা জব্দ

কালের কণ্ঠ অনলাইন   

১৮ মার্চ, ২০১৬ ১৩:১৯বরিশালে ২০০ মণ জাটকা জব্দ

বরিশালে অভিযান চালিয়ে ২০০ মণ জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। শুক্রবার ভোরে এ জাটকা জব্দ করা হয়।

কোস্ট গার্ড বরিশালের কন্টিনজেন্ট কমান্ডার মো. মঞ্জুরুল করিম জানান, বৃহস্পতিবার মধ্যরাত থেকে আলিয়াল খাঁ কিত্তনখোলা নদীতে অভিযান চালান তারা। শেষ রাতের দিকে তালতলি এলাকা থেকে ৫২টি ড্রামভর্তি জাটকা জব্দ করা হয়। তবে এ সময় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল দাস জানান, চলমান জাটকা নিধন অভিযানে তারা ৩ হাজার মিটার কারেন্ট জাল ও ২০০ মণ জাটকা জব্দ করেছেন। মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে। জাল পোড়ানোর প্রস্তুতি চলছে।


মন্তব্য