kalerkantho


বঙ্গবন্ধুর জন্মদিনে সাতক্ষীরায় শোভাযাত্রা ও শিশু সমাবেশ

সাতক্ষীরা প্রতিনিধি    

১৭ মার্চ, ২০১৬ ১৫:৩৪বঙ্গবন্ধুর জন্মদিনে সাতক্ষীরায় শোভাযাত্রা ও শিশু সমাবেশ

সাতক্ষীরায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে  সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রা ও শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 'শিশু গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ'- এ স্লোগানকে সামনে রেখে সকাল ৯টায় সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সাতক্ষীরার জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় বঙ্গবন্ধুর জীবন ও রাজনৈতিক আদর্শ তুলে ধরে বক্তব্য দেন সংসদ সদস্য মীর মোস্তাক আহম্মেদ রবি, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহম্মেদ, সাধারণ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু প্রমুখ।

 


মন্তব্য