kalerkantho


ফরিদপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে নানা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

১৭ মার্চ, ২০১৬ ১৩:৪৪ফরিদপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে নানা কর্মসূচি

ফরিদপুরে নানা কর্মসূচিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। আজ সকাল ৮টায় শহরের ঐতিহাসিক অম্বিকা ময়দানে বেলুন উড়িয়ে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে কর্মসূচির সূচনা করা হয়।

পরে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন, ফরিদপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এ ছাড়া জেলা আওয়ামী লীগ আলাদাভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে।
 


মন্তব্য