kalerkantho


চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধুর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি    

১৭ মার্চ, ২০১৬ ১৩:৩২চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধুর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপিত

চুয়াডাঙ্গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ৯টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস, পুলিশ সুপার রশীদুল হাসান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা।

শোভাযাত্রায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনউজ্জামান, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শামসুজ্জোহা, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত প্রমুখ। শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। সকাল ১০টায় আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ ছাড়া দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন ছিল শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে।

 


মন্তব্য