kalerkantho

25th march banner

মেহেরপুরে তামাক ঘরে আগুন

মেহেরপুর প্রতিনিধি    

১৭ মার্চ, ২০১৬ ১২:৫০মেহেরপুরে তামাক ঘরে আগুন

মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে রেজাউল হক নামে এক চাষির তামাক ঘরে আগুন লেগে সমস্ত তামাক পাতা পুড়ে ছাই হয়ে গেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আজ  বৃহস্পতিবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মেহেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের ব্যবস্থাপক সেলিম রেজা জানান, তামাক জ্বালানো আগুন থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনে ঘরের সমস্ত পাইপ ও পাতা পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করার চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্ত রেজাউল জানান, ঘরের পাইপসহ তামাক পুড়ে তাঁর লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।  

 


মন্তব্য