kalerkantho


শালিখায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

মাগুরা প্রতিনিধি    

১৭ মার্চ, ২০১৬ ০৯:২৯শালিখায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

মাগুরার শালিখায় সড়কে গাছ ফেলে ডাকাতির সময় গতরাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত (৩৫) নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে নিহতের পরিচয় জানা যায়নি।

শালিখা থানার ওসি আবু জিহাদ খান জানান, মাগুরা-যশোর মহাসড়কের রামকান্তপুর ব্রিজের কাছে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করছিল একদল ডাকাত। খবর পেয়ে রাত ১টার দিকে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় ডাকাতদের সাথে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। কিছুক্ষণ পর ডাকাতদলটি পিছু হটে। একপর্যায়ে ঘটনাস্থলে অজ্ঞাতপরিচয় এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় ডাকাতি ও অপমৃত্যুর দুটি পৃথক মামলা হয়েছে।   

 

 


মন্তব্য