চট্টগ্রামের আনোয়ারার একটি পারিবারিক মন্দির থেকে দেড় শ বছরের পুরানো কাত্যায়নী মূর্তিসহ বিভিন্ন দেব-দেবীর পিতলের নয়টি মূর্তি চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার হাইলধর ইউনিয়নের গুজরা গ্রামের কিরিটিবাপের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ বুধবার থানায় অভিযোগ করা হয়েছে।
আনোয়ারা থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চুরি যাওয়া মূর্তিগুলোর একটি কাত্যায়নী, একটি গোপাল ও বাকিগুলো লক্ষ্মী-নারায়ণের। এ সময় আরও পাঁচটি পাথরের মূর্তি পুকুরপাড়ে ফেলে যায় চোরেরা।
মন্দিরে চুরির ব্যাপারে ওই বাড়ির মালিক ও নগরের সদরঘাট থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল দাশগুপ্ত বলেন, আমাদের মন্দির থেকে পিতলের নয়টি মূর্তি চুরি হয়েছে। এর মধ্যে কাত্যায়নী মূর্তিটি দেড় শ বছরের পুরানো। চোরেরা আরও পাঁচটি পাথরের মূর্তি পুকুরপাড়ে ফেলে চলে যায়।
এ ব্যাপারে জানতে চাইলে আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) মো. আলম বলেন, মন্দিরে চুরির ব্যাপারে থানায় অভিযোগ হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের