kalerkantho


শেরপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

শেরপুর প্রতিনিধি    

১৫ মার্চ, ২০১৬ ১৬:৩৬শেরপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

'অ্যান্টিবায়োটিকযুক্ত খাবারকে না বলুন'- স্লোগানকে সামনে রেখে শোভাযাত্রা, আলোচনা সভা ও সচেতনতামূলক প্রচারণার মধ্য দিয়ে শেরপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার এ উপলক্ষে শেরপুর কালেক্টরেট চত্বর থেকে জেলা প্রশাসন আয়োজিত শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম। এতে বিশেষ অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদ আহম্মেদ, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামসুন্নাহার কামাল, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য, ক্যাব সদস্য সচিব হাকিম বাবুল, মিষ্টান্ন ব্যবসায়ী ভোলানাথ ঘোষ প্রমুখ বক্তব্য দেন। এ সময় ভোক্তা অধিকার ও দায়িত্ব এবং ভোক্তা অধিকারবিরোধী কার্য ও অপরাধ এবং দণ্ড  সম্পর্কে আলোচনা করা হয়।
 মন্তব্য