kalerkantho


ইসলামপুরে শহীদ খালেদ মোশাররফ ব্লাড ব্যাংক উদ্বোধন

জামালপুর প্রতিনিধি   

১৫ মার্চ, ২০১৬ ১৫:১০ইসলামপুরে শহীদ খালেদ মোশাররফ ব্লাড ব্যাংক উদ্বোধন

জামালপুরের ইসলামপুরে আজ মঙ্গলবার সকালে শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ স্মৃতি পরিষদ ব্লাড ব্যাংক উদ্বোধন করা হয়েছে। খালেদ মোশাররফ স্মৃতি পরিষদ ব্লাড ব্যাংকের উদ্বোধন করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহজাবীন খালেদ বেবী।

পৌর শহরে এমপির নিজ বাসভবনে ব্লাড ব্যাংকের উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। রক্তের গ্রুপ পরীক্ষা ক্যাম্পেইনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে তাদের রক্তের গ্রুপ পরীক্ষা করান। এর আগে ধর্ম মন্ত্রণালয়ের অনুদানকৃত পাঁচটি মসজিদ ও একটি মন্দিরের জন্য মসজিদ ও মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এক লাখ টাকার চেক তুলে দেন।
 

 


মন্তব্য