kalerkantho

মঙ্গলবার । ১৭ জানুয়ারি ২০১৭ । ৪ মাঘ ১৪২৩। ১৮ রবিউস সানি ১৪৩৮।


কাউখালীতে সাইকেল প্রতীকে ভাসমান প্রচারণা

আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর    

১৫ মার্চ, ২০১৬ ১৪:৫০কাউখালীতে সাইকেল প্রতীকে ভাসমান প্রচারণা

আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউপি নির্বাচনে চেযারম্যান পদে জাতীয় পার্টির (জেপি) সমর্থিত চেয়াম্যান প্রার্থী আবু সাঈয়েদ মনুর সমর্থকরা সন্ধ্যা নদী ও খেয়া ঘাটে ভাসমান নির্বাচনী প্রচারণা চালিয়েছে। আজ মঙ্গলবার দুপুর থেকে উপজেলা উন্নয়ন পরিষদের সভাপতি আ. লতিফ খসরুসহ সাইকেল প্রতীকের সমর্থকরা ভাসমান নৌকা ও ইঞ্জিনচালিত ট্রলারে  এ ভাসমান প্রচারণা চালান।

এ সময় উপজেলা জাতীয় যুব সংহতি (জেপি) সভাপতি জাকির হোসেন নসু, ১ নম্বর সয়না রঘুনাথপুর ইউনিয়ন জাতীয় পার্টির (জেপি) সভাপতি মো. আবদুল কুদ্দুস প্রচারণায় অংশ নেন। চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা কাউখালীর সন্ধা নদীর কচুয়া কাঠির খালের মোহনায় নৌকা ও ট্রলার যাত্রীদের ভোটারদের হাতে সাইকেল প্রতীকের লিফলেট বিতরণ করেন। তারা জানান, গণতান্ত্রিক ধারা বজায় রাখতে, উন্নয়ন অব্যাহত রাখতে এবং মাদক ও সন্ত্রাসমুক্ত কাউখালী গড়তে তাঁরা সাইকেল প্রতীকে এ ভাসমান নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
 

 


মন্তব্য