kalerkantho


মেহেরপুরে সাবেক এমপির ছেলের তেল পাম্পে ডাকাতি

মেহেরপুর প্রতিনিধি   

১৪ মার্চ, ২০১৬ ১৯:৩৮মেহেরপুরে সাবেক এমপির ছেলের তেল পাম্পে ডাকাতি

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের ইমপ্যাক্ট ফাউন্ডেশন সংলগ্ন অয়ন ফিলিং ষ্টেশনে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে ১ লক্ষ ৬৫ হাজার নগদ টাকা লুট করা হয়েছে বলে দাবি পাম্প কর্তৃপক্ষের। ডাকাতি করা দুই ব্যক্তি বিদেশি ছিলেন বলে জানা গেছে। আজ সোমবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

লটু হওয়া ওই তেল পাম্পটির মালিক মেহেরপুর-১ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীনের ছেলে তানভির আহমেদ।

এ বিষয়ে পাম্পের ম্যানেজার জসিম উদ্দিন বলেন, ঘটনার সময় দুজন বিদেশি একটি প্রাইভেটকারে এসে মবিল কেনার জন্য ক্যাশ কাউন্টারে প্রবেশ করে। এ সময় সেলফ থেকে মবিল নামানোর সময় কিছু বুঝে ওঠার আগেই ক্যাশ ড্রয়ারে থাকা নগদ ১ লাখ ৬৫ টাকা নিয়ে চম্পট দেয় তারা। তিনি আরো বলেন, এর কিছুক্ষণ আগে ওই টাকাগুলো তিনি ব্যাংক থেকে তুলে ক্যাশ ড্রয়ারে রেখেছিলেন।

এ ব্যাপারে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


মন্তব্য