kalerkantho


আটক ১

২০৬টি গ্যাস সিলিন্ডার ও ৭০০ বোতল ফেনসিডিল উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি    

১৪ মার্চ, ২০১৬ ১৬:৪৩২০৬টি গ্যাস সিলিন্ডার ও ৭০০ বোতল ফেনসিডিল উদ্ধার

সাতক্ষীরা সীমান্তে অভিযান চালিয়ে ট্রাকে ২০৬টি এলপিজি গ্যাস সিলিন্ডার ও পিকআপে ৭০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। এ সময় আটক করা হয়েছে ফেনসিডিলবাহী পিকআপের চালক হাসানুজ্জামান হাসানকে। তিনি কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে। আজ সোমবার ভোরে সীমান্তের লক্ষ্মীদাড়ি ও আলীপুর চেকপোস্ট এলাকা থেকে এসব গ্যাস সিলিন্ডার ও ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।

সাতক্ষীরা ৩৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভারতে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারিরা ট্রাকভর্তি এলপিজি গ্যাস সিলিন্ডার এনে ভোমরা সীমান্তে সুযোগের অপেক্ষায় ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির বিজিবি সদস্যরা সীমান্তের লক্ষ্মীদাড়ি এলাকায় অভিযান চালিয়ে ২০৬টি সিলিন্ডার উদ্ধারসহ একটি ট্রাক জব্দ করা হয়।

এদিকে, সীমান্তের আলীপুর চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধপথে আনা একটি পিকআপ থেকে ৭১৮ বোতল ফেনসিডিল আটক করে। এ সময় ফেনসিডিলবাহী পিকআপের চালক হাসানুজ্জামান হাসানকে আটক করা হয়।

 


মন্তব্য