kalerkantho


সলঙ্গায় ১১৬ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

কালের কণ্ঠ অনলাইন   

১৪ মার্চ, ২০১৬ ১১:০০সলঙ্গায় ১১৬ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

সিরাজগঞ্জে সলঙ্গা উপজেলার সাহেবগঞ্জ এলাকায় বাসে তল্লাশি চালিয়ে ১১৬ বোতল ফেনসিডিলসহ নুর আলম (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ সোমবার ভোরে এ অভিযান চালানো হয়। আটক যুবক রংপুর জেলার কাউনিয়া থানার রামচন্দ্রপুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে আদিতমারী থেকে ঢাকাগামী শাহ-সুন্দর পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ১১৬ বোতল ফেনসিডিলসহ ওই যুবককে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

 


মন্তব্য