kalerkantho


ফরিদপুরে দুই দিনের জন্য বাস ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১৩ মার্চ, ২০১৬ ১৯:৫৬ফরিদপুরে দুই দিনের জন্য বাস ধর্মঘট প্রত্যাহার

ফরিদপুরে স্থানীয় প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আট ঘণ্টা পর স্থানীয় রুটে বাস ধর্মঘট দুইদিনের জন্য প্রত্যাহার করেছেন পরিবহন শ্রমিকরা। এর আগে মহাসড়কে থ্রি-হুইলার মাহেন্দ্র, নসিমন, অটোবাইক বন্ধের দাবিতে আজ রবিবার সকাল ১০ থেকে বাস বন্ধের  সিদ্ধান্ত নেয় পরিবহন শ্রমিকরা। এর ফলে ফরিদপুরের ১০টি লোকাল রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ হয়ে যায়।

বাস শ্রমিক ইউনিয়ন ও প্রশাসন সূত্রে জানা যায়, এ ঘটনায় আজ বিকেলে স্থানীয় প্রশাসন বাস শ্রমিক ও মালিকদের নিয়ে বৈঠকে বসে। বৈঠকের দাবির প্রতি সহানুভূতিশীল হয়ে বিষয়টি বিবেচনার আশ্বাস দেওয়া হলেও বিকেলে পাঁচটা থেকে সব রুটে আবার বাস চলাচল শুরু হয়।

এ ব্যাপারে ফরিদপুর বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জুবায়ের জাকির জানান, আজ বিকেলে অনুষ্ঠিত বৈঠকে শ্রমিকদের দাবি বাস্তবায়নে আশ্বাস পাওয়ায় দুই দিনের জন্য ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এর মধ্যে দাবির ব্যাপারে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নিলে আবার ধর্মঘটের ডাক দেওয়া হতে পারে।


মন্তব্য