kalerkantho


ফ্রেন্ডস ফাউন্ডেশন মডেল একাডেমিতে অভিভাবক সমাবেশ

মেহেরপুর প্রতিনিধি    

১৩ মার্চ, ২০১৬ ১৪:৩৬ফ্রেন্ডস ফাউন্ডেশন মডেল একাডেমিতে অভিভাবক সমাবেশ

মেহেরপুর ফ্রেন্ডস ফাউন্ডেশন মডেল একাডেমির উদ্যোগে বার্ষিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। আজ রবিবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।

একাডেমির অধ্যক্ষ মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ফাউন্ডেশনের সভাপতি শিল্পপতি এ এল এম জিয়াউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহসভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, শহাজাদ উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর অ্যাড. পল্লব ভট্টাচার্য। অন্যদের মধ্যে বক্তব্য দেন ফাউন্ডেশনের সম্পাদক সহকারী অধ্যাপক হাসানুজ্জামান মালেক, সহকারী শিক্ষক শেখ সোহরাওয়ার্দী  জুয়েল, অভিভাবক আব্দুল মান্নান, পাপিয়া খাতুন, শিক্ষার্থী তাসনিম তাবাসসুম মিম, হেলেন খান প্রমুখ।

পরে একাডেমির কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষার্থীদের পক্ষ থেকে অতিথিদের গার্ড অব অনার প্রদান করা হয় এবং ফুল ছিটিয়ে বরণ করা হয়। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

 


মন্তব্য