kalerkantho


ভারতে অনুপ্রবেশের সময় বেনাপোলে আটক ৯

কালের কণ্ঠ অনলাইন   

১৩ মার্চ, ২০১৬ ১৩:৪৩ভারতে অনুপ্রবেশের সময় বেনাপোলে আটক ৯

যশোরের বেনাপোল সীমান্ত পথে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৯ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক হয়নি। শনিবার রাতে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা বেনাপোল-সাদিপুর সড়ক থেকে ২৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করে। বেনাপোল পোর্ট থানা পুলিশের এএসআই মেজবাহ উদ্দিন জানান, আটক সবার বিরুদ্ধে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে (১১-সি) ধারায় মামলা হয়েছে। আজ রবিবার দুপুরে তাদের থানা থেকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

বিজিবি জানায়, ভালো কাজের আশায় রাতে বেনাপোল-সাদিপুর সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন কয়েকজন যুবক। খবর পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ওই ৯ জনকে আটক করে। এ সময় কৌশলে পালিয়ে যায় দালাল চক্র। আটক সবাইকে রাতেই বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন : নারায়ণগঞ্জের ধিরেন চন্দ্রের ছেলে রাজীব চন্দ্র (৩৪), ঢাকার সেকেন্দার মিয়ার ছেলে সবুজ (২০), গোপালগঞ্জের বাসুদেবের ছেলে বিকাশ (১২), হরেন রায়ের ছেলে হরবিলাস (২২), লুৎফর গাজীর ছেলে তুহিন (১৯), সিরাজ শেখের ছেলে শিপন শেখ (২১), নড়াইলের নিজামগাজীর ছেলে মুজিবর (৩০), হকের ছেলে সাজ্জাদ হোসেন (৩১) ও কুষ্টিয়ার আবদুল হান্নানের ছেলে আবদুল জব্বার (৩১)।

 


মন্তব্য