বগুড়ার ধুনট উপজেলায় গোয়ালঘরে রাখা কয়েল থেকে আগুন লেগে দগ্ধ হয়েছেন এক কৃষক দম্পতি। শনিবার রাতে ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের শ্যামগাঁতি গ্রামে হোসেন আলীর (৫৫) বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। আগুনে হোসেন আলী ও তার স্ত্রী নুরজাহান খাতুন (৪৫) শরীর ঝলছে গেছে। এ ছাড়া পুড়ে মারা গেছে তাদের ২টি গরু।
স্থানীয়রা জানান, শনিবার রাতে হোসেন আলী গোয়ালঘরে মশা তাড়াতে কয়েল জ্বালিয়ে রাখেন। হঠাৎ কয়েল থেকে বেড়ায় আগুন ছড়িয়ে পড়ে। এতে গোয়ালঘর পুড়ে ভস্মীভূত হয় ও এক লাখ টাকা মূল্যের ২টি গরু পুড়ে মারা যায়।
এদিকে, গোয়াল ঘর থেকে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এতে টিনের তৈরি ২টি ঘর এবং ঘরের আসবাবপত্র ও খাদ্যশস্য পুড়ে ছাই হয়ে যায়। এ সময় দগ্ধ হন হোসেন আলী ও তার স্ত্রী। ধুনট ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ ইয়াকুব আলী জানান, স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে ৩ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের