kalerkantho


গাইবান্ধায় নৈশকোচের চাপায় নিহত ২

কালের কণ্ঠ অনলাইন   

১৩ মার্চ, ২০১৬ ০৯:০৪গাইবান্ধায় নৈশকোচের চাপায় নিহত ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের নৈশকোচের চাপায় নছিমনের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় নৈশকোচ ও নসিমনের কমপক্ষে ৯ জন যাত্রী আহত হয়। রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার কালিতলা এলাকায় শনিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি ফুয়াদ রুহানী জানান, নীলফামারী থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের বাসটি ওই এলাকায় বিপরীতমূখী শ্যালো ইঞ্জিনচালিত শীলপাটা বোঝাই নছিমনকে চাপা দেয়। এতে নছিমনে চালকসহ দুজন ঘটনাস্থলেই নিহত হন। তবে তাৎক্ষণিক ভাবে তিনি হতাহতদের নাম পরিচয় জানাতে পারেননি। তিনি আরো জানান, কোচ ও নসিমন আটক করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

 


মন্তব্য