kalerkantho


মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কালের কণ্ঠ অনলাইন   

১৩ মার্চ, ২০১৬ ০৯:০৪মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোড়ারগঞ্জ থানার তিতাবটগাছ নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মা ও দুই ছেলেসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। আজ রবিবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মা ও দুই ছেলে। তাদের তিনজনের বাড়ি মহাজনহাট নামক স্থানে। তবে প্রাথমিকভাবে হতাহতদের ঠিকানা মিললেও নাম জানা যায়নি।

তারা ঢাকা থেকে বারৈয়ারহাট নেমে সিএনজিযোগে বাড়িতে ফিরছিলেন। হঠাৎ বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি পিকআপ সিএনজিকে আঘাত করে। এতে ঘটনাস্থলে দুজন ও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জুরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকার একটি নাইট কোচে সেনাবাহিনীর একসদস্য দুই ছেলে ও স্ত্রী নিয়ে মিরসরাইয়ের বারাইয়ের হাটে নামেন। সেখান থেকে পুরানো সড়ক ধরে সিএনজিযোগে মহাজন হাটে নিজ বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে পিতা বটতল এলকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ওই সেনাসদস্যের স্ত্রী ও হাসপাতালে নেওয়ার পথে দুই ছেলের মৃত্যু হয়। আহত সেনাসদস্যকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 


মন্তব্য