kalerkantho


টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কালের কণ্ঠ সম্পাদকের শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জ প্রতিনিধি   

১২ মার্চ, ২০১৬ ২২:০২টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কালের কণ্ঠ সম্পাদকের শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কালের কণ্ঠের সম্পাদক ও বিশিষ্ট লেখক ইমদাদুল হক মিলন।

আজ শনিবার বিকাল সাড়ে ৫টায় সহকর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে পৌঁছান ইমদাদুল হক মিলন। সেখানে পৌঁছানোর পর তিনি বঙ্গবন্ধুর কবরে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বিশেষ মোনাজাত ও ফাতেহা পাঠেও অংশ নেন। পরে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখেন তিনি।

এ সময় বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক মোশাররফ হোসেন, জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, তৈমুর ফারুক তুষার ও সাজ্জাদুল ইসলাম নয়ন উপস্থিত ছিলেন।

এর আগে তিনি আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জম্ম বার্ষিকী পালন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়াও পরিদর্শন করেন।


মন্তব্য