kalerkantho

মঙ্গলবার । ২৪ জানুয়ারি ২০১৭ । ১১ মাঘ ১৪২৩। ২৫ রবিউস সানি ১৪৩৮।


সাভারে শিশু শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)    

১২ মার্চ, ২০১৬ ১৬:০৬সাভারে শিশু শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

সাভার সদর ইউনিয়নের ১ নম্বর কলমা এলাকায় ইসমাইল (১২) নামে এক স্কুল শিক্ষার্থীর রহস্যজনক মৃত‍্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে বাসার বাথরুম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

শিশু ইসমাইল স্থানীয় ওয়াজ আলী স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। সাভার মডেল থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, কীভাবে ওই শিশুর মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহত শিশুর বাবা মন্টু মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 


মন্তব্য