kalerkantho


চট্টগ্রামে গাছের ডাল পড়ে বৃদ্ধ নিহত

কালের কণ্ঠ অনলাইন   

১২ মার্চ, ২০১৬ ১৬:০১চট্টগ্রামে গাছের ডাল পড়ে বৃদ্ধ নিহত

গাছ কাটার সময় একটি বড় ডাল পড়ে মো. ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে চট্টগ্রামের বাঁশখালীর জঙ্গল নাপোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বাঁশখালী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, নিজ দোকান থেকে বের হয়ে পুকুরে পানি আনতে যাচ্ছিলেন মো. ইসলাম। এ সময় তার বিক্রি করে দেওয়া একটি গাছ কাটছিলেন ক্রেতাপক্ষের লোকজন। আকস্মিকভাবে একটি ডাল নিচে পড়লে বৃদ্ধ গুরুতর আহত হন।

এরপর স্থানীয় লোকজন ধরাধরি করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি বলেন, বৃদ্ধ ইসলাম ১০ হাজার টাকায় গাছটি বিক্রি করেছিলেন মেয়ের বিয়ের খরচ জোগানোর জন্য। তিনি দুই ছেলে ও চার মেয়ের বাবা।   

 


মন্তব্য