kalerkantho

সোমবার। ২৩ জানুয়ারি ২০১৭ । ১০ মাঘ ১৪২৩। ২৪ রবিউস সানি ১৪৩৮।


বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় মাহেন্দ্রচালক নিহত

কালের কণ্ঠ অনলাইন   

১১ মার্চ, ২০১৬ ২৩:৪৫বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় মাহেন্দ্রচালক নিহত

বাগেরহাটের ফকিরহাটে কাভার্ড ভ্যান ও মাহেন্দ্রের মুখোমুখি সংর্ঘষে মেহেদি হাসান (৫২) নামের এক চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকালে বাগেরহাট- খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়া শহীদ স্মৃতি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদি হাসান বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের বড় হাকিমপুর গ্রামের প্রয়াত ওলিউল্লাহ’র ছেলে।

এ ব্যাপারে কাটাখালী হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান জানান, বাগেরহাট থেকে ছেড়ে আসা খুলনাগামী হুগলী বেকারীর একটি মালবাহী কাভার্ড ভ্যান ঘটনাস্থলে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা অপর একটি মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রের চালক মেহেদি হাসান ঘটনাস্থলেই নিহত হন। নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।


মন্তব্য