kalerkantho


সুন্দরবন অভিমুখী জনযাত্রা সফল করতে বাগেরহাটে সভা

বাগেরহাট প্রতিনিধি    

১১ মার্চ, ২০১৬ ২২:৩১সুন্দরবন অভিমুখী জনযাত্রা সফল করতে বাগেরহাটে সভা

সুন্দরবনের পাশে কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাতিলের দাবিতে জাতীয় কমিটির সুন্দরবন অভিমুখী জনযাত্রা সফল করতে বাগেরহাটে মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার রাতে বাগেরহাট শহরের পুরাতন কোর্ট এলাকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক রনজিৎ চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন সদস্য সচিব ফররুখ হাসান জুয়েল, সিপিবির বাগেরহাট জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম, ওয়ার্কার্স পার্টির জেলা শাখার সম্পাদক তুষার কান্তি দাস, জেলা মহিলা পরিষদের আহ্বায়ক শিল্পী সমাদ্দার, নূরুল ইসলাম মোহন, সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির জেলা শাখার আহবায়ক মঞ্জুরুল ইসলাম প্রমুখ।

সভায় জানানো হয়, জাতীয় কমিটির জনযাত্রা আগামীকাল শনিবার খুলনায় পৌঁছাবে এবং বিকেলে সেখানে জনসভা অনুষ্ঠিত হবে। রবিবার সকালে জনযাত্রা বাগেরহাট শহর প্রদিক্ষণ করবে এবং ওইদিন বিকেলে বাগেরহাটের কাটাখালী এলাকায় সমাবেশের মধ্যে দিয়ে শেষ হবে।

বাগেরহাটের রামপালে সুন্দরবনের পাশে কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ  উৎপাদন প্রকল্প বাতিল এবং জাতীয় কমিটি ঘোষিত সাত দফা বাস্তবায়নের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে সুন্দরবন অভিমুখে জনযাত্রা শুরু করে।


মন্তব্য