kalerkantho


কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিতদের জয়

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা    

১১ মার্চ, ২০১৬ ২০:৪৯কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিতদের জয়

কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা জয় পেয়েছেন। অন্যদিকে, একটি সহসভাপতিসহ বাকি চারটি পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিনভর ভোটগ্রহণের পর গণনা শেষে আজ শুক্রবার দুপুর ১২টায় ফল ঘোষণা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনে ৮২৯ জন ভোটারের মধ্যে ৭৯১ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। সূত্র আরো জানায়, নির্বাচনে ১৭টি পদের মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে সভাপতি শফিকুল আলম, সাধারণ সম্পাদক পদে মফিজুল ইসলাম, সহসাধারণ সম্পাদক পদে সুলতান আহমেদ, ট্রেজারার পদে মো. মনিরুল ইসলামসহ ১৩ জন নির্বাচিত হয়েছেন। অপরদিকে, আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে একজন সহসভাপতিসহ নির্বাচিত হয়েছেন চারজন।

 


মন্তব্য