kalerkantho


ভোলায় স্বাস্থ্য সহকারীদের বেতন বৈসম্য নিরসনের দাবি

ভোলা প্রতিনিধি    

১১ মার্চ, ২০১৬ ১৭:২৩ভোলায় স্বাস্থ্য সহকারীদের বেতন বৈসম্য নিরসনের দাবি

স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের প্রস্তাবনা এবং অর্থ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সুপারিশ মোতাবেক স্বাস্থ্য সহকারীদের পদ আপ-গ্রেডেশনের মাধ্যমে বিদ্যমান বেতন বৈসম্য দূরীকরণসহ ইন-সার্ভিস ডিপ্লোমা কোর্স চালুর দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্বাস্থ্য সহকারীরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকালে ভোলা প্রেসক্লাবে বাংলাদেশ হেলথ  অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ভোলা জেলা শাখা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় তাদের বিভিন্ন দাবি সম্বলিত লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি শাহনাজ বেগম। এ ছাড়া সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

 


মন্তব্য