kalerkantho


বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় মাহেন্দ্রচালক নিহত

বাগেরহাট প্রতিনিধি    

১১ মার্চ, ২০১৬ ১৬:৩৭বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় মাহেন্দ্রচালক নিহত

বাগেরহাটের ফকিরহাটে মাহেন্দ্র ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মেহেদী হাসান (৫১) নামে এক মাহেন্দ্রচালক নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে বাগেরহাট-খুলনা মহাসড়কে ফকিরহাট উপজেলার শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের সামনে এ  দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর গ্রামের অলিয়ার রহমানের ছেলে।

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে পুলিশের ওসি মো. আব্দুল মান্নান ফরাজী জানান, কাটাখালীর দিক থেকে মাহেন্দ্রটি বাগেরহাটের দিকে যাচ্ছিল। এটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীতমুখী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্রচালক নিহত হন। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যান ফেলে পালিয়ে গেছে এর চালক। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মাহেন্দ্রটিতে চালক ছাড়া কোনো যাত্রী ছিল না বলে ওসি জানান।

 


মন্তব্য