kalerkantho


নড়াইলে দুই শিশুকে অপহরণের চেষ্টা, দুই নারী আটক

কালের কণ্ঠ অনলাইন   

১০ মার্চ, ২০১৬ ২২:৫৬



নড়াইলে দুই শিশুকে অপহরণের চেষ্টা, দুই নারী আটক

নড়াইল সদরের আদমপুর থেকে দুই শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
 
পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যায় নড়াইল সদরের আদমপুরের ইকরামুল ফরাজির ছেলে নিরব (৪) ও ভাইপো মেহরাবকে (৫) বাড়ির পাশ থেকে দুই নারী অপহরণের চেষ্টা করে। এ সময় দুই শিশুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে এবং অপহরণকারী দুই নারীকে আটক করে। পরে অপহরণকারীদের পুলিশে দেওয়া হয়।
 
ইকরামুল ফরাজি জানান, ওই দুই নারী তাদের বাড়ি কখনো রাজশাহী, কখনো রংপুর, কখনো অন্য কোনো জেলার পরিচয় দিয়েছে। এ সময় তাদের কাছে চকলেট, বিস্কুট ও বেলুন ছিল।
 
এ ঘটনার সত্যতা স্বীকার করে নড়াইল সদর থানার ওসি সুভাষ বিশ্বাস জানান, অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


মন্তব্য