kalerkantho


সুনামগঞ্জে দুই শিক্ষিকা নির্যাতন : খাগড়াছড়িতে মানববন্ধন, স্মারকলিপি পেশ

কালের কণ্ঠ অনলাইন   

১০ মার্চ, ২০১৬ ২২:১০সুনামগঞ্জে দুই শিক্ষিকা নির্যাতন : খাগড়াছড়িতে মানববন্ধন, স্মারকলিপি পেশ

সিলেটের সুনামগঞ্জের ধর্মপাশায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষিকাকে নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও র‌্যালি করেছে জেলার শিক্ষকরা। আজ বৃহস্পতিবার বিকেলে মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। জেলা শহরের শাপলা চত্বরে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালিত  হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির আহ্বায়ক এ্যামিলি দেওয়ান, সদস্য সচিব মাসুম পারভেজ ও গরগজ্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন চৌধুরী। বক্তারা শিক্ষিকা দিপালী রাণী দাশ ও মনি রাণী তালুকদারকে শ্রেণিকক্ষে লাঞ্ছিত ও মারধরের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতারা।

প্রসঙ্গত, ৩ মার্চ সিলেটের সুনামগঞ্জ ধর্মপাশা উপজেলার নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে কয়েকজন সন্ত্রাসী ঢুকে ওই দুই শিক্ষিকাকে নির্যাতন ও লাঞ্ছিত করে।


মন্তব্য