kalerkantho


নীলফামারী সদরের সোনারায় ইউনিয়ন বাল্যবিয়েমুক্ত ঘোষণা

নীলফামারী প্রতিনিধি   

১০ মার্চ, ২০১৬ ১৮:৪৪নীলফামারী সদরের সোনারায় ইউনিয়ন বাল্যবিয়েমুক্ত ঘোষণা

নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নকে বাল্যবিয়ে, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের সোনারায় সংগলশী উচ্চ বিদ্যালয় মাঠে এক গণসমাবেশে এই ঘোষণা দেন জেলা প্রশাসক জাকীর হোসেন।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সফিকুল আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহাজাদী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সার্কেলের পরিদর্শক জাহিদুল ইসলাম, সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান ও ল্যাম্ব আইএম পাওয়ার প্রকল্পের প্রতিনিধি এনামুল হক।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী জানান, উপজেলা প্রশাসনের আয়োজনে বেসরকারী উন্নয়ন সংস্থা ল্যাম্ব আইএম পাওয়ার প্রকল্পের সহযোগিতায় নীলফামারী সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভাকে বাল্যবিয়ে, যৌতুক ও মাদকমুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারবাহিকতায় উপজেলার প্রতিটি ইউনিয়ন ও একটি পৌরসভাকে বাল্যবিয়ে, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণা করা হচ্ছে। সবশেষে আগামী এপ্রিল মাসে সাংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর আনুষ্ঠানিকভাবে সদর উপজেলাকে বাল্যবিয়ে, যৌতুক ও মাকদমুক্ত ঘোষণা করবেন।


মন্তব্য