kalerkantho


সাতকানিয়ায় ইয়াবাসহ ব্যবসায়ী আটক

কালের কণ্ঠ অনলাইন   

১০ মার্চ, ২০১৬ ১২:৪৪সাতকানিয়ায় ইয়াবাসহ ব্যবসায়ী আটক

চট্টগ্রামের সাতকানিয়ায় ২০০ পিস ইয়াবাসহ মো. জমির উদ্দিন (৩৬) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার ফকিরপাড়া সওদাহাট এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। জমির উদ্দিন একই এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে।

সাতকানিয়া থানার ওসি মো. ফরিদউদ্দিন খন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ইয়াবা ব্যবসায়ী জমিরকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে মো. সেলিম নামে আরেক ইয়াবা ব্যবসায়ী পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

 


মন্তব্য