kalerkantho


সরকার জঙ্গি দমনে জিরো টলারেন্স অবস্থানে আছে : খুলনা রেঞ্জের ডিআইজি

সাতক্ষীরা প্রতিনিধি   

৯ মার্চ, ২০১৬ ২০:৩৮সরকার জঙ্গি দমনে জিরো টলারেন্স অবস্থানে আছে : খুলনা রেঞ্জের ডিআইজি

খুলনা বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের যে কোন সময়ের চেয়ে এখন অনেক ভাল বলে মন্তব্য করেছেন খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনিরুজ্জামান। একটি সুন্দর ও নিরপেক্ষ ইউনিয়ন পরিষদ নির্বাচনের লক্ষ্যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, গ্রামে গ্রামে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আজ বুধবার সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জে বিভাগীয় আইনশৃঙ্খলা (মাসিক অপরাধ সভা) বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডিআইজি এসএম মনিরুজ্জামান এ কথা বলেন।

আজ সকাল ১০টায় স্থানীয় এনজিও সুশীলনের ট্রেনিং সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় গত ফেব্রুয়ারী-২০১৬ মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

তিনি আরো বলেন, নির্বাচন পূর্ব আচরণবিধি লঙ্ঘনের কোন ঘটনাকে বরদাস্ত করা হবে না। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা বিভাগে জেএমবি জঙ্গি অথবা আনসাররুল্লাহ বাংলা টিমের মত কোন সহিংস গ্রুপের  অস্তিত্ব নেই মন্তব্য করে ডিআইজি বলেন, এমন কোন ইঙ্গিত পাওয়া গেলে পুলিশ তা প্রতিরোধের জন্য প্রস্তুত রয়েছে। তিনি আরো বলেন, সরকার জঙ্গি দমনে জিরো টলারেন্স অবস্থানে আছে।

২০১৩-১৪ সালের সহিংস পরিস্থিতির অবসান ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, সাতক্ষীরা একটি মডেল জেলায় পরিণত হয়েছে।

সভায় খুলানর অতিরিক্ত আিইজি একরামুল হাবিব, ১০ জেলার পুলিশ সুপার এবং আর আর এফ কমাডেন্ট আলী আহমেদ খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 


মন্তব্য